2013 Voter Guide

বাঙ্গালী

২০১৩ এর সাধারণ নির্বাচনের জন্য অনুগ্রহ করে নীচের রিসোর্সগুলো দেখুন। অক্টোবর ১১, ২০১৩ এর মধ্যে নিবন্ধিত সকল ভোটারগণ নভেম্বর ৫ তারিখে ভোট দান করতে পারবেন। ভোট কেন্দ্রগুলো সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এবং কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটারদেরকে সাহায্য করার জন্য দোভাষীগণ থাকবেন। কোন কোন কেন্দ্রে কি কি ভাষায় দোভাষী পরিসেবা প্রদান করা হবে তা বিস্তারিত জানার জন্য কল করুন BOE এর ভোটার হটলাইনে 866-868-3692 ।


২০১৩ এর সাধারণ নির্বাচনের ভোটার গাইডটি  পড়ুন


ভিডিওভোটারগাইডস্ক্রিপ্ট

সিটি পদের প্রার্থীদের ভোটার গাইডের ভিডিও সংস্করণে অংশগ্রহন করার জন্য উৎসাহিত করা হয়। প্রার্থীরা তাঁদের স্ক্রিপ্ট এবং দুই মিনিটের একটি বক্তব্য টেপ করে জমা দেন। সাধারণ নির্বাচনের ভোটার গাইড(ইংরেজিতে) NYC Gov চানেলে অক্টোবর ২৮ থেকে শুরু হয়ে প্রতি রাত  সন্ধ্যা ৭ টায় সম্প্রচারিত হবে । CFB এর YouTube চেনেলে আপনি ভিডিও সমূহ দেখতে পারবেন। সাধারণ নির্বাচন প্রার্থীদের স্ক্রিপ্টের বাংলা অনুবাদ নিম্নে দেয়া হলো,  যা অফিস ভিত্তিক ভাগ করা হয়েছে।

2013 general Election Voter Guide

বাংলায় ফর্ম এবং ভোটের তথ্যঃ