Voter Guide

নির্বাচনে সিটির ভোটারদের অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য এই ভোটার গাইডটি নিউ ইয়র্ক সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড (CFB) কর্তৃক প্রণীত হয়েছে। প্রতিটি সিটি নির্বাচনের জন্য CFB একটি অনলাইন গাইড তৈরি করে। ব্যালট ছাপানোর সময় যেসকল প্রার্থীরা এতে থাকবেন বলে প্রত্যাশা করা হয় এই গাইডটি তাঁদের সকলের তালিকা থাকবে।

 

এই গাইডে থাকা প্রোফাইল ও ছবিগুলো প্রার্থী কর্তৃক CFB-র কাছে জমা দেওয়া হয়েছে, যাদের মধ্যে সকলেই ঘোষণা দিয়েছেন যে, তাঁদের জানামতে প্রদত্ত তথ্য সঠিক। প্রার্থীর বিবৃতিতে যে দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তা CFB-কে প্রতিনিধিত্ব করে না।

সেপ্টেম্বর ৫
ডাক যোগে এবসেন্টি ব্যালট আবেদন পাঠানোর শেষ দিন
সেপ্টেম্বর ১১
সশরীরে এবসেন্টি ব্যালট আবেদন করার শেষ দিন ।
ডাক যোগে এবসেন্টি ব্যালট আবেদন পাঠানোর শেষ দিন (সেপ্টেম্বর ১৮ তারিখের মধ্যে অবশ্যই সিটি BOEতে পৌঁছতে হবে)
সেপ্টেম্বর ১২
প্রাইমারী নির্বাচন
সশরীরে এবসেন্টি ব্যালট জমা দিবার শেষ দিন ।
অক্টোবর ১৩
সাধারণ নির্বাচনে ভোটার হিসাবে ডাকযোগে এবং সশরীরে নিবন্ধনের শেষ দিন ।
আগামী বছর প্রাইমারী নির্বাচনের ভোট দেয়ার জন্য আপনার দলীয় অন্তর্ভুক্তি সশরীরে পরিবর্তনের শেষ দিন ।
নভেম্বর ৭
সাধারণ নির্বাচন